Description
Syllabus অনুযায়ী অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের Modern Computer Application (COMA) এবং Computer Science (COMS)-এর latest পাঠক্রম ও নির্দেশিকা অনুযায়ী Unit-ভিত্তিক প্রশ্নোত্তরগুলি সংকলিত হয়েছে।
সম্পূর্ণ অধ্যায়ের বিষয়সংক্ষেপ
অধ্যায় সম্পর্কে সামগ্রিকভাবে সম্যক ধারণা পেতে প্রত্যেকটি অধ্যায়ে ‘বিষয়সংক্ষেপ’ সংযোজন করা হয়েছে।
প্রশ্নের প্যাটার্ন
সংসদ প্রদত্ত প্রশ্নের প্যাটার্ন হুবহু অনুসরণ করে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক (2ও 3 নম্বরের) এবং দীর্ঘ উত্তরভিত্তিক (5 নম্বরের) প্রশ্নোত্তর সংযোজিত হয়েছে।
প্র্যাকটিক্যাল
মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন (COMA) এবং কম্পিউটার সায়েন্স (COMS) উভয় বিষয়ের প্র্যাকটিক্যালের গুরুত্বের কথা মাথায় রেখে নতুন পাঠক্রম অনুযায়ী সংসদ প্রস্তাবিত একাধিক গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল সংযোজিত হয়েছে।
Model Question Papers
ছাত্রছাত্রীদের Semester পরীক্ষা পদ্ধতির সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য বই-এর শেষে 35 নম্বরের Model Question Papers-এর সেট সংযোজন করা হয়েছে।